পালস্ বাংলাদেশের উদ্দোগে পেকুয়া ও চকরিয়া উপজেলায় ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্ত পরিবার সমুহের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
সম্প্রতি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের উপরদিয়ে বয়ে যাওয়া সাইক্লোন রোয়ানুতে ক্ষতিগ্রস্ত পরিবার সমূহে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে পাল্স বাংলাদেশ কর্তৃক শুরু করা কর্মসূচির অংশ হিসেবে গত ৮ আগস্ট চকরিয়া এবং পেকুয়া উপজেলার ৪টি ইউনিয়নে ৫২০টি পরিবারের মধ্যে জরুরি ত্রাণ সমগ্রী বিতরণ করা হয়েছে।