শোকের দিনে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ
শোকাবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস।
১৯৭৫ সালের এই দিনে সেবাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবকে। ঘাতকের গুলি থেকে রেহাই পায়নি তার পরিবারের ছয় বছরের শিশু থেকে অন্তঃসত্ত্বা নারীও। যা ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় হিসেবে পরিচিতি পেয়েছে।
বিনম্র শ্রব্ধায় দিবসটিতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের স্মরণ করছে বাঙ্গালী জাতি। সরকারী কর্মসূচির পাশাপাশি দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি নিয়েছে বেসরকারী উন্নয়ন সংস্থা পাল্স বাংলাদেশ।
সংগঠনের প্রধান নির্বাহী জনাব সাইফুল ইসলাম চৌধুরী কলীম এর সভাপতিত্বে সকালে ঝিলংঝাস্থ (বিজিবি ক্যাম্পের বিপরিত পাশে) পাল্স বাংলাশে এর কনফারেন্স হলে পবিত্র কোরআন খেকে তেলোয়াতের মাধ্যমে এ উপলক্ষে আয়োজিত আলোচনা ও শোকসভার কর্মসূচি শুরু হয়। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক জনাব আতিকুল ইসলাম চৌধুরী।